মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

হুতিদের ড্রোন হামলায় বাহরাইনের দুই সেনা নিহত

প্রতিবেদক
Bayjid Sarker
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১১:৪৮ পূর্বাহ্ন

সৌদি-ইয়েমেন সীমান্তে হুতিদের ড্রোন হামলায় দুই সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে বাহরাইন। এই ঘটনায় বেশ কয়েকজন বাহরাইনি সৈন্যও আহত হয়েছেন। আহত সেনাদের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি।

সোমবার সৌদি-ইয়েমেনের দক্ষিণ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

বাহরাইনের সামরিক কমান্ড অভিযোগ করেছে, ইরানপন্থি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ড্রোন হামলায় তাদের দুই সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

তাৎক্ষণিক বিবৃতিতে বাহরাইন সামরিক বাহিনী জানিয়েছে, এই সন্ত্রাসী হামলা বাহরাইনের হুতিরাই চালিয়েছে। ইয়েমেনে যুদ্ধরত দুই পক্ষের মধ্যে সামরিক অভিযান বন্ধ থাকা সত্ত্বেও সৌদির দক্ষিণ সীমান্তে বাহরাইন রক্ষীদের অবস্থানে হামলা করেছে।

অবশ্য, ড্রোন হামলার ঘটনায় এখনো দ্বায় স্বীকার করেনি হুতি।

উল্লেখ্য, বাহরাইন প্রতিবেশী সৌদি আরবের দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত। ইয়েমেন যুদ্ধে ইরানপন্থি হুথি বাহিনীর বিরুদ্ধে গত কয়েক বছর ধরে সৌদির নেতৃত্বাধীন জোটে অংশ নিয়ে লড়াই করে যাচ্ছে।

ইয়েমেন সংঘাত বন্ধে করণীয় নিয়ে কিছুদিন আগে হুতিদের শীর্ষপর্যায়ের একটি প্রতিনিধি দল সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসছিল।

আলোচনার বেশ অগ্রগতি হয়েছে বলে উভয়পক্ষের বিভিন্ন সূত্রের বরাতে জানায় সৌদিসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে সীমান্ত এলাকায় নতুন করে হামলা ও বাহরাইনের সেনা নিহতে শান্তি আলোচনায় কোনো প্রভাব ফেলবে কিনা তা এখনো স্পষ্ট নয়। সূত্র: আল আরাবিয়া

সর্বশেষ - ক্যাম্পাস