বুধবার , ৭ সেপ্টেম্বর ২০২২ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

সাংবাদিক-গণমাধ্যম পেশাজীবীদের জন্য স্টেট ইউনিভার্সিটিতে বিশেষ ছাড়

প্রতিবেদক
Abdullah Al Niat
সেপ্টেম্বর ৭, ২০২২ ২:১২ অপরাহ্ন
সাংবাদিক-গণমাধ্যম পেশাজীবীদের জন্য স্টেট ইউনিভার্সিটিতে বিশেষ ছাড়

সাংবাদিক এবং গণমাধ্যম পেশাজীবীদের জন্য স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ -এর জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। ফল ২০২২ সেমিস্টারে গণমাধ্যমকর্মীরা ৫০ শতাংশ ছাড়ে  জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে বিএসএস (অনার্স) প্রোগ্রামে ভর্তি হতে পারবেন।

বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. তারেক ওমর কর্তৃক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের মিডিয়া শিল্পের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে ডিজিটাল সাংবাদিক তৈরিতে গুরত্ব আরোপ করছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম, কমিউনেকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। এ কার্যক্রমের অংশ হিসেবেই সাংবাদিকতা, যোগাযোগ ও গণমাধ্যম অধ্যয়ন বিষয়ে প্রাতিষ্ঠানিক ডিগ্রি গ্রহণে আগ্রহী গণমাধ্যম পেশাজীবীদের জন্য এ বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে।

 

ভর্তি বিষয়ক তথ্য: বিশ্ববিদ্যালয়ের সাত মসজিদ রোডের মূল ক্যাম্পাস, মিরপুর রোডের বিজয় ক্যাম্পাস এবং দক্ষিণ পূর্বাচলের স্থায়ী ক্যাম্পাসে জার্নালিজম, কমিউনেকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ফল সেমিস্টারে ভর্তি কার্যক্রম চলছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্টেট ইউনিভার্সিটির ওয়েবসাইট (www.sub.ac.bd) অথবা ফেসবুক পেজে পাওয়া যাবে। এছাড়া ভর্তি বিষয়ক পরামর্শ ও আলোচনার জন্য জার্নালিজম, কমিউনেকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে যোগাযোগ করে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

সর্বশেষ - ক্যাম্পাস