বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে পাত্তাই পায়নি পাকিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় বাবর আজমের দল। আর তাতেই লজ্জার এক রেকর্ড গড়ে পাকিস্তান।
ভারতের কাছে শনিবার ৭ উইকেটে পরাজিত হয় পাকিস্তান। এ নিয়ে বিশ্বকাপে ভারতের কাছে আট ম্যাচ হেরেছে পাকিস্তান। এদিকে, চলতি আসরে টানা তিন জয়ে শেষ চারের পথে অনেকটা এগিয়ে গেছে ভারত।
১৯১ রানে অলআউট হওয়ার মধ্য দিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে দলীয় তৃতীয় সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের সর্বনিম্ন দলীয় ইনিংস ১৭৩ রানের। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ১৯৯৯ বিশ্বকাপের ম্যানচেস্টারের ইনিংস। সেবার ১৮০ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। তারপরই তালিকার তৃতীয় স্থানে রয়েছে এবারের বিশ্বকাপের ইনিংসটি।
চলমান ওয়ানডে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াইটা হলো একপেশে। ব্যাট হাতে বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হওয়া পাকিস্তান এদিন পাত্তা পায়নি ভারতীয় ব্যাটারদের কাছে। আফ্রিদি-রউফদের তুলোধুনো করে ব্যাট হাতে ঝড় তুলেন ভারতের রোহিত শর্মা। পাকিস্তানের দেয়া ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোহিত-আয়ারের অর্ধ-শতকে ১১৭ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় তুলে নেয় ভারত।