শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeক্যাম্পাসবেরোবিতে উপাচার্য নিয়োগের দাবিতে ''উত্তরবঙ্গ ব্লকেড'' কর্মসূচি পালন 

বেরোবিতে উপাচার্য নিয়োগের দাবিতে ”উত্তরবঙ্গ ব্লকেড” কর্মসূচি পালন 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্য নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে ‘উত্তরবঙ্গ ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত রংপুরের মর্ডান মোড়ে অবস্থান করে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের ১নং ফটক থেকে মিছিল নিয়ে মর্ডান মোড়ে আসেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। আমরা এখন ক্লাসে ফিরতে চাই। কিন্তু ভিসি নিয়োগ না হওয়ায় আমাদের ক্লাস-পরীক্ষা কিছুই হচ্ছে না। আমরা দেখেছি, কয়েকটি ক্যাম্পাসে ভিসি নিয়োগ দেওয়া হলেও আমাদের ক্যাম্পাসে ভিসি নিয়োগ দেওয়া হচ্ছে না। আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। আমরা চাই, অতি দ্রুত ভিসি নিয়োগ দেওয়া হোক। ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
বাংলা বিভাগের শিক্ষার্থী ফরিদ হোসেন বলেন, ড. ইউনূস স্যার রংপুরকে সবদিক থেকে এক নম্বর জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন কিন্তু সে রংপুরের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। দীর্ঘদিন থেকে আমাদের ক্যাম্পাসে ভিসি না থাকায় আমরা ক্লাস করতে পারছি না। ইউনূস সরকারের কাছে দ্রুত এর সমাধান চাই।
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল আলিম বলেন, ক্লাস শুরু না হওয়ায় আমরা পিছিয়ে পড়ছি। ক্যাম্পাস সেশন জট সবেমাত্র মুক্ত হলেও আবারও নতুন করে সেশন জট তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা চাই দ্রুত ভিসি নিয়োগ দিয়ে আমাদের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হোক।
প্রসঙ্গত, এর আগে বেরোবি ক্যাম্পাসে ভিসি নিয়োগের দাবিতে দুইবার আল্টিমেটাম দেন বেরোবি শিক্ষার্থীরা এর মধ্যে ভিসি নিয়োগ না হওয়ায় তারা আজ মর্ডান মোড়ে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি পালন করেন।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন