রিক্রুটিং এজেন্সির গাফিলতির কারণে কুয়েত এয়ারপোর্ট থেকে ১৩ জন নতুন ভিসাধারী প্রবাসী বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত সিভিল এভিয়েশন।
শনিবার ২৪ জুন বাংলাদেশ দূতাবাস (শ্রম) আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার (২২ জুন) কুয়েতের আল ফয়সাল নামক কোম্পানির ভিসায় কুয়েতে যান তারা। এয়ারপোর্টে পৌঁছার পর ইমিগ্রেশন পুলিশের কাছে জানতে পারেন তাদের ভিসা মেয়াদোত্তীর্ণ হয়েছে কুয়েত এয়ারপোর্টে প্রবেশ করার ঘণ্টাখানেক আগেই।
জানা যায়, বাংলাদেশ থেকে ২২ জুন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৩৪৩ একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েতের উদ্দেশে ছেড়ে যায়। সেই বিমানে কুয়েতের নতুন ভিসাধারী এই ১৩ জন যাত্রী ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি কুয়েতে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল কুয়েতের স্থানীয় সময় ২২ তারিখ রাত ১০টা ৫০ মিনিটে। কিন্তু ফ্লাইটটি নির্ধারিত সময়ের ৫২ মিনিট পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।