শুক্রবার , ৩ ফেব্রুয়ারি ২০২৩ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

পরের বিশ্বকাপও খেলতে পারেন মেসি

প্রতিবেদক
Hasan al Sakib Sakib
ফেব্রুয়ারি ৩, ২০২৩ ১১:০২ পূর্বাহ্ন
পরের বিশ্বকাপও খেলতে পারেন মেসি

কাতার বিশ্বকাপেই অবসর নিবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, এমনটাই ভেবেছিল সমর্থকরা। কারণ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে মেসি বলেছিলেন, বিশ্বমঞ্চে ওটাই হচ্ছে শেষ ম্যাচ। ফ্রান্সকে হারিয়ে একমাত্র অধরা ট্রফি ছুঁয়ে জানান, আর কিছুই পাওয়ার বাকি নেই। তবে ২০২৬ সালের বিশ্বকাপে খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আর্জেন্টিনা অধিনায়ক। কিন্তু স্বীকার করলেন, বয়সের কারণে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন হবে।

পরের বিশ্বকাপ শুরু হতে হতে মেসির বয়স হবে ৩৯ বছর। এই বয়সই বাধা হয়ে দাঁড়াতে পারে মনে করেন তিনি। আর্জেন্টাইন গণমাধ্যম দিয়ারিও ওলে-কে বললেন, ‘বয়সের কারণে ২০২৬ সালে খেলা কঠিন হয়ে দাঁড়াবে। আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং যতদিন আমার মনে হবে ভালো অবস্থায় আছি এবং উপভোগ করছি, ততদিন খেলে যাবো। পরের বিশ্বকাপ হতে এখনও অনেক দিন বাকি, কিন্তু এটা নির্ভর করছে আমার ক্যারিয়ার কেমন চলছে তার ওপর।’

মেসির আরেকটি বিশ্বকাপ খেলা নিয়ে গত মাসে আশাবাদ ব্যক্ত করেছিলেন কোচ লিওনেল স্কালোনিও। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ট্যাকটিশিয়ান স্প্যানিশ রেডিও ক্যালভিয়া এফএম-কে বলেছিলেন, ‘এটা অনেক কিছুর ওপর নির্ভর করছে সে কী চায় এবং ওই সময় সে ভালোবোধ করে কি না। দরজা সবসময় খোলা থাকবে। মাঠে সে খুশি এবং আমাদের জন্য (এটা) খুব ভালো হবে।’

গত বিশ্বকাপের ফাইনালে দুটিসহ মেসি সাত গোল করেন। সব মিলিয়ে ১৩ গোল তার। আরেকটি বিশ্বকাপ খেললে টুর্নামেন্টের সর্বকালের শীর্ষ গোলদাতা হওয়ার সুযোগ। শীর্ষে থাকা জার্মানির মিরোস্লাভ ক্লোসার চেয়ে মাত্র তিন গোল পেছনে ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড।

সর্বশেষ - ক্যাম্পাস