বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

সোনাগাজীতে খিরা চাষে আগ্রহ বেড়েছে চাষীদের মাঝে

প্রতিবেদক
Mohammad Jouhan
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৬:০৯ অপরাহ্ন
সোনাগাজীতে খিরা চাষে আগ্রহ বেড়েছে চাষীদের মাঝে

 

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ-

সোনাগাজীর আশপাশে কৃষকদের মাঝে খিরা চাষে ব্যপক আগ্রহ বেড়েছে।খিরা চাষ করে কৃষকরা মহা খুশি।সরে জমিনে দেখা যায়, সোনাগাজী উপজেলাধীন চরদরবেশ মৌজার সাহেবের হাট ব্রীজের দক্ষিণ পূর্ব পাশ্বের বিস্তীর্ণ এলাকাজুড়ে এবার চার চাষী মিলে খিরা চাষ করেছেন।

খিরা বাগান ঘুরে দেখা যায়, সবুজে সবুজে চেয়ে গেছে কৃষকের চাষকৃত খিরা ক্ষেত। দক্ষিণা হাওয়া দোলা দিয়ে যায়।অনেক দর্শনার্থীরা কৃষকের খিরা বাগান এক নজর দেখার জন্য ছুটে যাচ্ছেন সেখানে।

বর্তমানে খিরা গাছে প্রচুর পরিমাণ ফুল ও ছোট ছোট খিরা কাছ থেকে নজর কাড়ে। সবুজের মাঝে হলুদ খিরা ফুলে খুব সুন্দর অনুভূতির ছোঁয়া পুরো বাগান জুড়ে।কৃষকের বাগান থেকে একটি মুহুর্তের জন্যও সরতে মন সাঁয় দেয়না।মনে হয় স্রষ্টার সবুজ প্রকৃতির মাঝে যাদু আছে, সে যাদুর ছোঁয়ার সবুজের মাঝেই আঁকড়ে থাকতে মন চায়।

সোনাগাজী সদরের নিকটেই চার কৃষক মিলে সোনাগাজীর সাহেবের হাট ব্রীজের পাশেই বিস্তীর্ণ এলাকাজুড়ে এ খিরা চাষের উদ্যেগ গ্রহন করেন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায় স্থানীয় কৃষক মোঃ জামাল উদ্দিন, মোঃ হানিফ মোঃ কামাল উদ্দিন ও অন্য একজন সহ খিরা চাষে সাফল্যের দারপ্রান্তে। সম্ভাবনাময় এলাকাটিতে তরমুজ চাষেও কৃষকের সাফল্য অনেক। এবার তরমুজ চাষের পাশাপাশি কৃষক খিরা চাষ করে নতুন চমক সৃষ্টি করেচেন বলে এলাকার সর্বসাধারণের অভিমত।

এবার আবহাওয়া ও জলবায়ু প্রতিকুলে থাকলে সোনাগাজীর চাহিদা পূরণ করে বাইরে রপ্তানি করা সম্ভব হবে।বর্তমান সময়ে দেশে খিরা বা সালাদ জাতীয় ফসলের অনেক চাহিদার কথা মাথায় রেখে কৃষক এবার বিশাল এলাকা জুড়ে খিরা চাষে উৎসাহী হচ্ছেন বলে অনেকেই মনে করেন।

সর্বশেষ - ক্যাম্পাস