আমেরিকার রেডক্রসের অর্থায়ানে বাগেরহাট ও সাতক্ষীরা পৌরসভায় শহরভিত্তিক জলবায়ু ঝুঁকি হ্রাস প্রকল্পে (কোচ্যাপ) ৩ দিনব্যাপী ঝুঁকি নিরূপণ কর্মশালা মঙ্গলবার বিকালে বাগেহাটে শেষ হয়েছে। বাগেরহাট বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিট ও বাগেরহাট পৌরসভার আয়োজনে শহরতলীর দরিতাল্লুকের কোডেক সেন্টারে অনুষ্ঠিত এই কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সম্পাদক তালুকদার নাজমুল কবির ঝিলাম।
বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র শেখ আবুল হাসেম শিপনের সভাপতিত্বে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট চেম্বর অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সরদার ওমর ফারুক, আমেরিকার রেডক্রসের বাংলাদেশের সিনিয়র প্রকল্প পরিচালক হারুন উর রশীদ, বাংলাদেশ রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা তহিদুল ইসরাম দিপু, রেড ক্রিসেন্টের শহর ভিত্তিক জলবায়ু ঝুঁকি নিরূপণ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের নিবাহী সদস্য মাহমুদ হাসান, সরদার আবুল কালাম মিন্টু, ইউনিট কর্মকর্তা মো. হান্নান।
তিন দিনব্যাপী এই কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারজন অধ্যাপকসহ বাগেরহাটের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পৌরসভা, ব্যবসায়ী নেতা, গণমাধ্যমকর্মীসহ ২১ জন প্রতিনিধি অংশ নিয়ে বাগেরহাট শহরের জলবায়ু ঝুঁকি নিরূপণে প্রকল্প গ্রহণে তাদের মতামত তুলে ধরেন।