হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ-১১ জানুয়ারি ২০২৩খ্রি:
ফেনী পুলিশ লাইন্স ড্রিল শেডে ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জাকির হাসান এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় ফোর্সের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত বিষয় আলোচনা ও বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহিত হয়।
আজ কল্যাণ সভায় ০৮ জন পুলিশ সদস্যকে অবসর জনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার।
কল্যাণ সভায় পুলিশ সুপার বাংলাদেশ পুলিশের অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম চুক্তিভিত্তিক ভাবে পুলিশ প্রধান হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে অভিনন্দন জানান।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক হিসেবে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
ডিসেম্বর/২০২২ মাসের শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন ছাগলনাইয়া থানার এএসআই (নিরস্ত্র)/সুলতান মাহবুব, শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন সোনাগাজী থানার এসআই (নিরস্ত্র)/মোঃ মাহবুব আলম সরকার।
ডিসেম্বর/২০২২ মাসের শ্রেষ্ঠ থানা/অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দিন, অফিসার ইনচার্জ, ফেনী মডেল থানা, ফেনী। বিশেষ পুরষ্কার পান
ডিসেম্বর/২০২২ শ্রেষ্ঠ সার্কেল থোয়াইঅংপ্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফেনী
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রাসেল মিয়া, বোগদাদিয়া তদন্ত কেন্দ্র, ফেনী এএসআই (নিরস্ত্র)/দেবাশীষ দে, ফেনী মডেল থানা, ফেনী কনস্টেবল/ সাইফুল ইসলাম, আইসিটি শাখা, ফেনী কনস্টেবল/আব্দুল্লাহ আল মামুন, আইসিটি শাখা, ফেনী।
উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দীন মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) মোঃ মাহমুদুল হাসান মামুন, সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) তাসলিম হুসাইন ও সদর, ফুলগাজী, পরশুরাম, দাগনভূইয়া, সোনাগাজী, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই ফেনীসহ জেলার পুলিশ লাইন্স, সকল থানা, ফাঁড়ী, তদন্তকেন্দ্র ও পুলিশ ক্যাম্পের অফিসার ফোর্সবৃন্দ।