রবিবার , ১৮ ডিসেম্বর ২০২২ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

বাথরুমে মিলল শিশুর মরদেহ, দুলাভাইয়ের দায় স্বীকার

প্রতিবেদক
Mohammad Jouhan
ডিসেম্বর ১৮, ২০২২ ৫:১৭ অপরাহ্ন
বাথরুমে মিলল শিশুর মরদেহ, দুলাভাইয়ের দায় স্বীকার

 

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের ভাড়া বাড়ির বাথরুম থেকে উদ্ধারকৃত নিহত শফিকুল ইসলামকে (৬) তার নিজ দুলাভাই হত্যা করেছে বলে জানা গেছে। শিশুটির দুলাভাই মো. মাজাহারুল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ রোববার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় ভাড়া বাড়ির বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত ছয় বছর বয়সী শফিকুল ইসলাম (৬) নেত্রকোণা জেলার সদর উপজেলার নয়াপাড়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে। সে পরিবারের সঙ্গে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া গ্রামে মো. সিদ্দিকের বাড়িতে ভাড়া থাকত।

স্থানীয়রা জানান, মনিরুজ্জামান শীতলের ভাড়া দেওয়া আধ পাঁকা বাড়ির বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মনিরুজ্জামান সারিবদ্ধ ঘরগুলো কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দিয়ে থাকেন। ওই বাড়ির পাশের এক ব্যবসায়ী রোববার সকালে বাথরুমে গেলে ভেতরে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে বাড়ির মালিককে জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদত হোসেন জানান, নিহতের দুলাভাই পুলিশের কাছে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তার জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত জানলে পরে জানানো হবে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত