বৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০২২ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

রসিক নির্বাচনে মনোনয়ন ফরম নিলেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী

প্রতিবেদক
Hasan al Sakib Sakib
নভেম্বর ২৪, ২০২২ ৬:২২ অপরাহ্ন
রসিক নির্বাচনে মনোনয়ন ফরম নিলেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী

আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন ফরম নিলেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।

বৃহস্পতিবার(২৪ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম গ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় রংপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম এর নেতৃত্বে
উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম তালুকদার, মহি উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশীদ, নিধুরাম অধিকারী, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম রাহেল, উপ-দপ্তর সম্পাদক আবু সাদাত মোঃ শাওন, ধর্ম বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন লাভলু, জেলা  ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি, কোতয়ালী থানা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌসী জেসমিন মালা প্রমুখ।

এর আগে বুধবার (২৩ নভেম্বর) দুপুরে আওয়ামীলীগের পক্ষ থেকে বাংলাদেশআওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক এমপি এডভোকেট হোসনে আরালুৎফা ডালিয়াকে নৌকার মনোনয়ন দেয়া হয়।
উল্লেখ্য, ৩৩টি ওয়ার্ড নিয়ে ২০১২ সালের ২৮ জুন রংপুর সিটি করপোরেশন গঠনকরা হয়। এরপর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ওই বছরের ২০ ডিসেম্বর। এবার তৃতীয় বারের মতো রংপুর সিটি করপোরেশন নির্বাচন ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতেযাচ্ছে। বর্তমানে এই সিটির জনসংখ্যা প্রায় ১০ লাখ। আর ভোটার রয়েছেন চার লাখেরও বেশি।নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর।
১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষতারিখ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন ৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দের পরপ্রার্থীরা ১৭ দিন প্রচার-প্রচারণার সুযোগ পাবেন। ২৭ ডিসেম্বর ইলেকট্রনিকভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টাপর্যন্ত এক টানা ভোটগ্রহণ করা হবে।

 

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত