হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ-
চার কেজি গাঁজা সহ ০১ জন রোহিঙ্গা কে অদ্য ১৭ /০১/২৩ ইং তারিখ রোজ মঙ্গলবার বিকাল ০৩ ঘটিকার সময় ফেনী মডেল থানাধীন বাথানিয়া গ্রামস্থ বিসিক চৌরাস্তার চট্টগ্রাম মুখী মহাসড়কে পাকা রাস্তার উপর উপস্থিত হয়ে দেখতে পান যে, একজন ব্যক্তি কক্সবাজার গামী প্রিন্স সৌদিয়া নামক বাস গাড়ীতে একটি সাদা প্লাস্টিকের ব্যাগসহ উঠার চেষ্টাকালে তাকে আটক করেন। আটককৃত ব্যক্তিকে উপস্থিত লোকজনদের সম্মুখে দেহ তল্লাশী করাকালে তার ডান হাতে ঝুলন্ত অবস্থায় থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভিতর রক্ষিত খাকী কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় একটি প্যাকেট ০৪ (চার) কেজি কথিত গাঁজা উদ্ধার সহ ০১ জন আসামি কে আটক করেন ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানাযায়,এই অভিযান পরিচালনা করেন ফেনী জেলারপুলিশ সুপার জাকির হাসান এর বিশেষ দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাৎ হোসেন খানের সার্বিক তত্ত্বাবধানে এসআই/মোঃ জসীম উদ্দীন এর নেতৃত্বে এএসআই(নিঃ)/এবিএম আশিকুর রহমান সঙ্গীয় ফোর্স।
আটককৃত আসামির তথ্য মতে তার ঠিকানা জানাযায়, নাম মোঃ আইয়ুব (২০), পিতা-মৃত মোঃ সৈয়দ, মাতা-মৃত আমেনা খাতুন, সাং-মংডু, থানা-মংডু, জেলা-বুচিডং, দেশ-মায়ানমার, এ/পি- সাং-মুছুনি রোহিঙ্গা ক্যাম্প, এইচ ব্লক, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান জানান,
আসামীর কথাবার্তা ও চালচলন সন্দেহজনক মনে হওয়ায় উক্ত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, টেকনাফের মুছুনি রোহিঙ্গা ক্যাম্প হতে পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। উক্ত আসামী মায়ানমারের নাগরিক হওয়া সত্ত্বেও অবৈধ পথে অবৈধ উপায়ে বাংলাদেশে প্রবেশ করে। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং বিদেশী নাগরিক আইনে পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে।