বুধবার, নভেম্বর ১৩, ২০২৪
spot_img
Homeবিনোদনশুভ জন্মদিন মাহফুজ আহমেদ

শুভ জন্মদিন মাহফুজ আহমেদ

এক সময় ছোট-বড় দুই পর্দায় সমানতালে অভিনয় করেছেন। কুড়িয়েছেন দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা। দেখিয়েছেন তার অভিনয়ের যোগ্যতা। কিন্তু এখন অনেকটাই আছেন অভিনয় থেকে দূরে। তিনি হলেন অভিনেতা মাহফুজ আহমেদ। আজ ২৩ অক্টোবর গুণী এ অভিনেতার জন্মদিন।

নব্বইয়ের দশক থেকে কথা সাহিত্যিক হ ুমায়ূন আহমেদের অনুপ্রেরণায় অভিনয় জীবন শুরু করেন। তিনি হ ুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, মহাম্মদ হান্নানের ভালোবাসি তোমাকে, চাষী নজরুল ইসলামের মেঘের পরে মেঘ, নার্গিস আক্তারের চার সতীনের ঘর ও তৌকির আহমেদের জয়যাত্রা চলচ্চিত্রে অভিনয় করে বেশ সুনাম অর্জন করেছেন। সৌরভ ছড়িয়েছেন ছোট পর্দাতেও।

মাহফুজ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় পড়াশোনাকালীন পত্রিকায় লিখতেন। সেই সুবাদে ইমদাদুল হক মিলনের পরামর্শে জনপ্রিয় ধারাবাহিক কোন কাননের ফুল -এ অভিনয় করার মধ্য দিয়ে টিভি নাটকে নাম লেখান। এরপর হ ুমায়ূন আহমেদের বিখ্যাত ধারাবাহিক কোথাও কেউ নেই নাটকে বাকের ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়া মতি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান।

এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। একাগ্রতা ও দারুণ অভিনয়ে সবাইকে ছাপিয়ে নিজেকে নিয়ে যান টিভি নাটকের শীর্ষ অভিনেতার আসনে। সিনেমাতেও সফল তিনি।

এ ছাড়া পরিচালক হিসেবেও তার পরিচয় রয়েছে। তার প্রথম পরিচালিত নাটক তাহারা । এরপর আমাদের নুরুল হুদা ধারাবাহিক নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন। এরপর অনেক নাটক পরিচালনা করেন তিনি। নাট্য প্রযোজক হিসেবেও রয়েছে তার সুখ্যাতি। জিরো ডিগ্রি তারই প্রযোজিত চলচ্চিত্র।

মাহফুজ আহমেদ বর্তমানে ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার অভিনীত সবশেষ সিনেমার নাম প্রহেলিকা। এতে তার বিপরীতে অভিনয় করেন বুবলী। সিনেমাটি দেশের পাশাপাশি বিদেশেও ভালো ব্যবসা করে। এটি নির্মাণ করেন চয়নিকা চৌধুরী।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন