শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

সিলেটে একসঙ্গে ৪ সন্তানের জন্ম, সবাই সুস্থ

প্রতিবেদক
Abdullah Al Niat
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১০:০৩ অপরাহ্ন

সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ফৌজিয়া বেগম নামে এক প্রসূতি। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সিজারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন ফৌজিয়া। চার সন্তান সুস্থভাবে জন্ম নেওয়ায় খুশি বাবা-মা।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে প্রসূতি মা ফৌজিয়া বেগমকে প্রফেসর ডা. রাশিদা আকতারের তত্ত্বাবধানে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই অপারেশন করা হলে চারটি সন্তানের জন্ম হয়। পরে শিশু চারটিকে নবজাতক নিবিড় যত্ন ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়। প্রসূতি মা ফৌজিয়া বেগমও সুস্থ আছেন বলে জানান উইমেন্স হাসপাতাল কর্তৃপক্ষের এই কর্মকর্তা।

বর্তমানে তারা আশঙ্কামুক্ত। শিশুদের বাবার নাম রুহুল আমিন। তাদের গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত