মারা গেছেন এক সময়ের ভারতীয় বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। অভিনয় করেছেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গেও। তার মেয়ে নীলাঞ্জনার বিয়ে হয়েছে টালিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তের। তিনি শনিবার (১৭ ফেব্রুয়ারি) না ফেরার দেশে পাড়ি জমান।
ভারতীয় একটি সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, দক্ষিণ কলকাতার এক হাসপাতালে শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। শুক্রবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালেই মৃত্যু হয় তার।
আরও জানা গেছে, অঞ্জনা ভৌমিকের মেয়ে নীলাঞ্জনা ও জামাই যিশু হাসপাতালেই ছিলেন। হাসপাতালে আরও ছিলেন, পরিচালক সৃজিত মুখার্জি, অরিন্দম শীলসহ টালিপাড়ার প্রথম সারির ব্যক্তিত্বরা।
দীর্ঘদিন ধরেই বার্ধ্যক্যজনিত কারণে অসুস্থ ছিলেন অঞ্জনা ভৌমিক। গত ৫-৬ মাস ধরে তিনি একপ্রকার বিছানায় শয্যাশায়ী ছিলেন।
মাত্র ২০ বছর বয়সেই সিনেমা জগতে পা রাখেন অঞ্জনা ভৌমিক। উত্তম কুমারের সঙ্গে তিনি একাধিক সিনেমায় কাজ করেছেন। ‘থানা থেকে আসছি’, ‘চৌরঙ্গী’, ‘নায়িকা সংবাদ’, ‘কখনও মেঘ’ ছবিতে উত্তম কুমারের নায়িকা ছিলেন তিনি। পরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘মহেশ্বেতা’ ছবিতে অঞ্জনা ভৌমিকের অভিনয় প্রশংসিত হয়।