হাসনাত তুহিন, ফেনী প্রতিনিধি: সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়ে দাগনভূইয়া উপজেলার সিলোনীয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ আসনের এমপি লে. জেনারেল(অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন জায়লস্কর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন। মত বিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, কালভার্ট ও সরকারের বরাদ্দকৃত বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা ও আশ্রয়ান প্রকল্পের সুবিধাসহ সকল প্রকারের ভাতা নিশ্চিত করনসহ এলাকাবাসী খোঁজ খবর নেন এবং উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দার এর সঞ্চালনায় দাগনভূইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা সিদ্দিকী,উপজেলা সমাজসেবা আইনুল হোসেন জিলানী উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীসহ এলাকার নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।