শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeজাতীয়তৃতীয়বারের মতো রাজশাহীর নগর পিতা হলেন খায়রুজ্জামান লিটন

তৃতীয়বারের মতো রাজশাহীর নগর পিতা হলেন খায়রুজ্জামান লিটন

ফের রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। নির্বাচনের ভোটে বেসরকারিভাবে প্রাপ্ত ফলে এজেন্টের দেয়া ১৫৫ কেন্দ্রে ১ লাখ ৫৯ হাজার ৭৯৭ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ৯ হাজার ৪৫৭ ভোট।

বুধবার বিকাল ৪টায় ভোটগ্রহণের পর রাত ৮টা পর্যন্ত ফল গণনা শেষে সব কেন্দ্রের এজেন্টদের কাছ থেকে এই তথ্য পাওয়া যায়।

এর আগে বুধবার সকাল ৮টায় দুই রজশাহী ও সিলেট সিটিতে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেন ভোটাররা।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সরাসরি ভোটগ্রহণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইসি। তাদের চোখে অনিয়ম বলতে কেবল রাজশাহীর একটি কেন্দ্রেই ঘটেছে। সেখানে ভোটকেন্দ্রের গোপন কক্ষে একাধিকবার প্রবেশ করতে দেখা যায় এক নারীকে। সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের হাতে তুলে দিয়ে তাকে তিন দিনের জন্য জেলে পাঠানো হয়েছে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন