বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

নাটোরে ডাকাত চক্রের ১ সদস্য আটক

প্রতিবেদক
Arfan Islam Ridoy
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৬:৪০ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ সড়ক ডাকাত চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার মানিকপুর কলাবাগান এলাকা থেকে আটক করা হয় তাকে। আটককৃতের নাম বুলবুল হাসান (২১)। সে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকুশা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আব্দুল জব্বার জানান, মাঝগাঁও তিরাইল পূর্বপাড়া গ্রামের রাশেদুল হোসেন (৩০) পুকুরের মাছ পরিচর্যা শেষে রাত ১১টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে ওই মহাসড়কের মাঝগাঁও সূতিরপাড় এলাকায় ফিডার রোডে ৪ জন ডাকাত অস্ত্র দেখিয়ে সড়ক অবরোধ করে। তারা রাশেদুলের হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। পরে থানা পুলিশ জানতে পেরে রাতেই অভিযানে নামে এবং কলাবাগান এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ১ জনকে আটক করে। এসময় বাকিরা পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরিফ আল রাজিব জানান, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। অস্ত্রসহ ১ জনকে আটকের পর অন্য ৩ জনকে আটক করতে ভোর থেকেই দিনব্যাপী পুলিশের ২টি টীম নিরলস অভিযান অব্যাহত রেখেছে।

সর্বশেষ - রাজধানী