কুমিল্লার বুড়িচংয়ে হোটেল হক ইন, বিরতি রেস্তোরাঁ এবং মেসার্স নিউ হক ব্রিকস ফিল্ড অ্যান্ড বিজনেস লিমিটেডের মালিক মো. বিল্লাল হোসেন পাঁচ শতাধিক আমানতকারীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন ২০০ কোটি টাকা। সময়মতো অর্থ ফেরত না পেয়ে অবশেষে আমানতকারীরা বুড়িচং ও কুমিল্লা আদালতে তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা করেছেন।
নিজের প্রতিষ্ঠান দেখিয়ে বিল্লাল গ্রাহকদের অধিক মুনাফা দেওয়ার কথা বলে তাদের কাছে থেকে আমানত হিসাবে টাকা নিতেন। আমানতকারীর প্রত্যেককে ডকুমেন্ট হিসাবে বিল্লাল নিজের নামে বিভিন্ন ব্যাংকের চেক দিয়েছেন। পরে আর সেই চেকের টাকা পরিশোধ করতে পারেননি। আমানতকারীরা পাওনা টাকার জন্য চাপ দিলে তিনি হোটেল হক ইন, বিরতি রেস্তোরাঁ, মেসার্স বিল্লাল ব্রিকস ফিল্ড বিক্রি করে আড়ালে চলে যান। আমানতকারীরা এরপর প্রতিষ্ঠানে গিয়ে তাকে আর খুঁজে পাননি।
বুধবার গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। ব্যাটিংয়ে ব্যর্থ টাইগাররা প্রথম ইনিংসে মাত্র ১৯৩ রানেই গুটিয়ে যায়। যার জবাবে অনায়াসেই জয়ের দিকে ছুটছে বাবরের দল। তবে ব্যাটিংয়ে ব্যর্থ পাক অধিনায়ক মাত্র ১৭ রানে ফিরেছেন। অবশ্য ৬ রানে থাকাবস্থাতেই দ্রুততম দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন অধিনায়ক বাবর।
এর আগে নেপালের বিপক্ষে ১৫১ রানের ইনিংসের মাধ্যমে ডানহাতি এ ব্যাটার দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার হাশিম আমলার একটি রেকর্ড টপকে যান। ওয়ানডেতে দ্রুততম ১৯ সেঞ্চুরি হাঁকিয়েছেন বাবর আজম। এ কাজে পাক অধিনায়কের লেগেছে মাত্র ১০২টি ওডিআই ইনিংস।
অন্যদিকে সমানসংখ্যক সেঞ্চুরি পেতে আমলার লেগেছিল ১০৪ ইনিংস। আর এক সেঞ্চুরি পেলেই পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার সাঈদ আনোয়ারের রেকর্ডেও ভাগ বসাবেন বাবর। ওয়ানডেতে ১৯ সেঞ্চুরি পেতে বিরাট কোহলির লেগেছিল ১২৪ ইনিংস, ডেভিড ওয়ার্নারের ১৩৯ ও এবি ডি ভিলিয়ার্সের ১৭১ ইনিংস।
বিশ্বকাপের আগে রান করার নেশা চেপেছে বাবরের। সর্বশেষ ১২ ম্যাচের ৮টিতেই তিনি ফিফটি হাঁকিয়েছেন। তার সর্বশেষ ১৫১ রানের ইনিংসটি সাজানো ছিল ১৪ চার ও ৪ ছয়ে। পাকিস্তানের অধিনায়ক হিসেবে যা দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে পাঁচ হাজার রান করার পথে প্রোটিয়া কিংবদন্তি হাশিম আমলার রেকর্ড ভেঙে দিয়েছিলেন আগেই। এরপরই তিনি ওয়ানডের শীর্ষ ব্যাটারের আসন অলঙ্কৃত করেন।