সোমবার , ১৭ জুলাই ২০২৩ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

ভোটার উপস্থিতি কম, অনিয়ম দেখিনি: ইসি

প্রতিবেদক
Arfan Islam Ridoy
জুলাই ১৭, ২০২৩ ২:৪১ অপরাহ্ন

নির্বাচন কমিশন রাশেদা সুলতানা বলেছেন, কোনো অনিয়ম, অভিযোগ ছাড়াই ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন হচ্ছে। সুষ্ঠু পরিবেশে হলেও ভোটার উপস্থিতি তুলনামূলক কম রয়েছে।

আজ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ নির্বাচন কমিশনার বনানী বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শনে যান ভোট শুরুর সময়ে সকাল আট টার কাছাকাছি সময়ে। যখন এজেন্টরা কেন্দ্রে আসছেন কেউ কেউ, ভোটারও আসতে শুরু করেছে।

ভোটের পরিস্থিতি দেখে দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, “ভোটের পরিবেশ ভালো। এজেন্টের সঙ্গে কথা বলেছি। ভোটারদের বাধা দেওয়া, প্রতিবন্ধকতা ছিল না। সিসি ক্যামেরায়ও ভোটের কোনো অনিয়ম দেখিনি। কোনো অভিযোগও কেউ দেয়নি।

“ভোটার উপস্থিতিটা আমরা একটু দেখতে পাচ্ছি কম। কারণ, হিসেবে আমরা ব্যক্তিগত ধারণা- এটা স্বল্প সময়ের মেয়াদ আছে এ সংসদের, এজন্য ভোটারদের আগ্রহ কম হতে পারে। আর অভিজাত এলাকায় অনেকে হয়ত এ ভোট নিয়ে অতটা আগ্রহী নাও হতে পারে। টিপ টিপ বৃষ্টি হচ্ছিল সকালে, এ জন্য হয়ত সকালে আসে নি অনেকে; বিকালে আরও বাড়তে পারে। দেখা যাক, কি হয়; কত শতাংশ ভোট পড়ে।”

স্বতন্ত্র প্রার্থী তারেকুল ইসলাম ভুঞার ভোট বর্জন

অনিয়ম ও নির্বাচন কমিশনের অসহযোগিতার অভিযোগ তুলে দুপুর গড়ানোর আগেই ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ট্রাক প্রতীকে এ প্রার্থী।

এ বিষয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, “গণমাধ্যমে দেখলাম। অভিযোগ থাকতে পারে, এটা সত্য বা মিথ্যা তা কিন্তু নয়। সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেবো। তবে এতো অল্প সময়ে কেনো বর্জন করলেন বুঝতে পারলাম না। পরিবেশ দেখতে পারতেন, উনি দেখতে পারতেন। দিনের শুরুতেই যদি বলে ন্যায্য পাচ্ছি না-এটা তো মুশকিল। চার টা পর্যন্ত উনার চাওয়ার মতো হচ্ছে কিনা দেখতে পারতেন।”

ভান্ডারিয়া পৌরসভায় কয়েকটি সিসি ক্যামেরা নষ্ট ও উপজেলা চেয়ারম্যানের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানান, সুষ্ঠু ভোটের জন্য ইসির আন্তরিকতার ঘাটতি নেই। ঢাকায় ব্যালট পেপারের পাশাপাশি বেনাপোল ও ভান্ডারিয়া পৌরসভায় ইভিএমে ভালো নির্বাচন হচ্ছে। তবে ঢাকায় ভোটার উপস্থিতি কম হতে পারে।

তবে ভাণ্ডারিয়া পৌরসভায় কয়েকজন দুষ্কৃতকারী চার-পাঁচটি কেন্দ্রের সিসি ক্যামেরার ক্যাবল কেটে ফেলেছে গতকাল রাতে। সকালের মধ্যে তিনটি মেরামত করে ফেলা হয়েছে।

তিনি জানান, এসব কেন্দ্রে ইসির আলাদা অবজারভার রাখা হয়েছে। প্রকৃত দোষীদর চিহ্নিত করা হবে। এছাড়া এ নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের হুমকি দেওয়ায় উপজেলা চেয়ারম্যান ‘ঔদ্ধত্য’ আচরণের জন্য ভোট শেষে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ঢাকায় ভোটকেন্দ্রে একজন সাংবাদিকের দায়িত্বপালনকালে মোবাইল নিয়ে হয়রানির ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এ নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশনার মো. আলমগীরও কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন।

সর্বশেষ - ক্যাম্পাস