রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeশিক্ষাগুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ রাতে

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ রাতে

মঙ্গলবার (২৩ মে) রাতে প্রকাশিত হবে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষার ফলাফল।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে রাতে মিটিং ডাকা হয়েছে। মিটিং শেষে রাতেই ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে। এবারের পাশ মার্ক নির্ধারণ করা হয়েছে ৩০ নম্বর। যারা পাশ মার্ক পাবে তারা গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে পারবে।

এদিকে গুচ্ছভূক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে মানবিক অনুষদে মোট ৭ হাজার ৭৪৬টি আসন রয়েছে। গত শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রায় ৯৫ হাজার শিক্ষার্থী অংশ নেয় বলে জানায় ভর্তি কমিটি।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন