শুক্রবার , ২১ এপ্রিল ২০২৩ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

রুশ যুদ্ধবিমান থেকে ভুল করে নিজেদের শহরে বোমাবর্ষণ

প্রতিবেদক
sagor
এপ্রিল ২১, ২০২৩ ২:৩২ অপরাহ্ন

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার বেলগোরোদ শহরে ভুল করে রুশ একটি যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই নারী আহত হয়েছেন। খবর-গার্ডিযান

আঞ্চলিক গভর্নর বিচেস্লাভ গ্লাদকোভ জানিয়েছেন, এতে শহরটির একটি প্রধান সড়কে প্রায় ৬৫ ফুট গর্ত তৈরি হয়েছে। এছাড়া বিস্ফোরণে চারটি অ্যাপার্টমেন্ট ভবন ও চারটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বার্তা সংস্থা তাস রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বেলগোরোদ শহরের উপর দিয়ে রাশিয়ার সুপারসনিক যুদ্ধ ও বোমারু বিমানের একটি সুখোই এসইউ-৩৪ বিমান উড়ে যাওয়ার সময় দুর্ঘটনাবশত আকাশ থেকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটির তদন্ত চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিস্ফোরণে ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে। ইউক্রেনে যাওয়া পথে রাশিয়ার জঙ্গি বিমানগুলো নিয়মিতভাবে এ শহরটির উপর দিয়ে উড়ে যায়।

সর্বশেষ - ক্যাম্পাস