ঈদের ছুটি শুরু আগামী বুধবার। সেদিন থেকে পরের কয়েক দিন শহর ছেড়ে ঘরমুখো মানুষের ঢল নামবে। তবে আগাম টিকিট বিক্রির হিসাবে আজ সোমবার থেকে ঈদযাত্রা শুরু হয়ে গেছে। এ বছর ট্রেনে উপচেপড়া ভিড় নেই। কারণ, টিকিট দেখিয়ে ঢুকতে হচ্ছে ঢাকার কমলাপুর স্টেশনে।
স্টেশনের প্রবেশপথ থেকে ট্রেনে ওঠা পর্যন্ত তিন স্তরের তল্লাশি থাকায় বিনা টিকিটের যাত্রীদের এবার রেলভ্রমণ কঠিন হয়েছে। বাসে এখনও স্বাভাবিক সময়ের মতোই ভিড়।
আজ দুপুরে কমলাপুর স্টেশনে দেখা যায়, বাইরে বাঁশের বেষ্টনী দিয়ে তল্লাশি করা হচ্ছে। টিকিটে থাকা নামের সঙ্গে যাত্রীর পরিচয়পত্র মিলিয়ে দেখা হচ্ছে। মিল না থাকলে ওই যাত্রীকে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না। স্টেশনের বাইরে বাঁশের বেষ্টনীতে রেলের পাঁচজন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) যাত্রীদের টিকিট এবং পরিচয়পত্র যাচাই করেন। রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরাও রয়েছেন সেখানে।
যাত্রীকে দ্বিতীয় দফা তল্লাশিতে পড়তে হচ্ছে কমলাপুরের টিকিট কাউন্টারের সামনের তিনটি গেটে। সেখানে পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন দিয়ে দেখা হচ্ছে টিকিট আসল নাকি জাল। তবে সব যাত্রীর নয়; কারও কারও টিকিট পরীক্ষা করা হচ্ছে। এতে যাত্রীপ্রতি ১০ থেকে ২০ সেকেন্ড সময় লাগছে।
কয়েকজন যাত্রীর অভিযোগ, অকারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে। অন্যদিকে টিকিট পরীক্ষকরা বলছেন, ৯৫ শতাংশ যাত্রীর টিকিটের সঙ্গে পরিচয়পত্রের নামের মিল রয়েছে। যাঁদের নাম মিলছে না, তাঁদের ফেরত পাঠানো হচ্ছে।