মাদারীপুরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত কৃষকরে নাম আলাউদ্দিন ব্যাপারী (৩৪)। তিনি ভদ্রখোলা এলাকার রাজ্জাক ব্যাপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষক আলাউদ্দিন তার বাড়ির পাশে নিজের জমিতে পানি দেওয়ার জন্য যান। এ সময় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা রবিউল ব্যাপারী বলেন, ‘আমার চাচার ছোট দুই ছেলে আছে। কৃষি কাজ করে যা আয় করতো তা দিয়ে তাদের সংসার চালাত। এখন সংসারটার কী হবে বুঝতেছি না। এভাবে চাচার মৃত্যু কোনোভাবেই আমরা মানতে পারছি না।’
নিহতের স্ত্রী নাসরিন বেগম বলেন, ‘আমার এক ছেলে বয়স দেড় বছর। এখনো বাবা ডাকতে পারে না। বড় ছেলের বয়স চার বছর, এখনো স্কুলে ভর্তি হয় নাই। ওদের নিয়ে আমি কীভাবে বাঁচব।’
মাদারীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।’