শনিবার , ২৮ জানুয়ারি ২০২৩ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

চলতি মাসের ২৪ দিনে প্রবাসীরা পাঠিয়েছে ১৫৫ কোটি ডলার

প্রতিবেদক
Hasan al Sakib Sakib
জানুয়ারি ২৮, ২০২৩ ৯:৩৫ পূর্বাহ্ন
চলতি মাসের ২৪ দিনে প্রবাসীরা পাঠিয়েছে ১৫৫ কোটি ডলার

দেশের চলমান ডলার সংকটের মধ্যেই আশা জোগাচ্ছেন বিদেশে থাকা বাংলাদেশিরা। গত মাসে (ডিসেম্বর) দেশে রেমিট্যান্স এসেছিলো ১৬৯ কোটি ৯০ লাখ ডলার। চলতি জানুয়ারি মাসে এ পর্যন্ত ১৫৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন বিদেশে থাকা বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। জানুয়ারির বাকি সাত দিনের প্রবাসী আয় ডিসেম্বর মাসকে ছাড়িয়ে যাবে বলে ব্যাংকাররা মনে করছেন।

ব্যাংকাররা মনে করেন, দেশের চলমান ডলার-সংকটের মধ্যে প্রবাসী আয় বৃদ্ধি বড় ধরণের সুসংবাদ। কারণ, ডলার-সংকটের কারণে ব্যাংকগুলো ঋণপত্র (এলসি) খোলা কমিয়ে দিয়েছে। ফলে অনেক ব্যবসায়ীই রমজানের নিত্যপণ্য আনার জন্য ঋণপত্র খুলতে পারছেন না। এদিকে ডলারের দাম বাড়ায় আমদানি করা পণ্যের দাম বেড়ে গেছে, যার প্রভাবে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে।

গত বছরের জানুয়ারীতে যেখানে ডলারের দাম ছিলো ৮৬ টাকা, সেটা এখন বেড়ে হয়েছে ১০৬ টাকা। অর্থাৎ এক বছরে ডলারের দাম প্রায় ২০ টাকা বেড়েছে। প্রবাসীদের পাঠানো প্রতি ডলারের জন্য ১০৭ টাকা দিচ্ছে ব্যাংকগুলো। আর রপ্তানি আয় নগদায়ন হচ্ছে ১০২ টাকা দামে। বাংলাদেশ ব্যাংকও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত থেকে ডলার বিক্রি করছে ১০২ টাকায়। ফলে আমদানিতে ডলারের দাম পড়ছে ১০৫-১০৬ টাকা।

দেশে বিদায়ী ২০২২ সালে ২০২১ সালের তুলনায় দেশে প্রবাসী আয় কমেছে ৭৯ কোটি ডলার। ২০২২ সালে প্রবাসী আয় আসে ২ হাজার ১২৮ কোটি ৫০ লাখ ডলার। আগের বছরে এসেছিল ২ হাজার ২০৭ কোটি ২৫ লাখ ডলার।

 

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত