স্টাফ রিপোর্টার:
রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে গনসংযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমনা আক্তার লিলি।
সোমবার (২৪ জুলাই ) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ গনসংযোগ করেন তিনি।
গনসংযোগ কালে আওয়ামী লীগ নেত্রী সুমনা আক্তার লিলি বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে,গৃহহীনদের জন্য ঘর নির্মান করে দেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজ সারা বাংলাদেশে মডেল মসজিদ করে দিয়েছেন।
তিনি বলেন, আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরেই। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত,রংপুর ২ (তারাগঞ্জ -বদরগঞ্জ) আসনে নির্বাচন করতে গনসংযোগ, উঠান বৈঠক করে যাচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুমনা আক্তার লিলি।