ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না অধিনায়ক তামিম ইকবাল। মূলত ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গেলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ছিটকে পড়েন তাসকিন আহমেদও।
বুধবার (৩০ ডিসেম্বর) মিরপুরে ওয়ার্ম আপ ম্যাচ খেলার সময় কুঁচকিতে চোট পান তামিম। আর এই চোটের কারণে অন্তত দুই সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে ওয়ানডে অধিনায়ককে। হাঁটুর স্ক্যান করানোর পর সুখবর পাওয়া যায়নি। যে কারণে খেলা হচ্ছে না ওয়ানডে সিরিজে।
এদিকে তামিমের অনুপস্থিতিতে দলের নেতৃত্বেকে আসবেন এ বিষয়ে এখনো কিছুই জানায়নি বিসিবি। তবে কয়েকটি সূত্রের খবর, নেতৃত্বে আসতে পারেন সাকিব আল হাসান।
তাসকিনের জায়গায় ভারত সিরিজের স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে পারেন শরিফুল ইসলাম। যদিও বিসিবির পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুর অব্দি এ নিয়ে কিছুই বলা হয়নি।
বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন অবশ্য জানালেন, ‘এখনো মেডিকেল বিভাগ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কিছু পাইনি। শুনেছি তাদের কিছু সমস্যা আছে। এটা আগে জানতে হবে যে কতদিনের জন্য তারা ছিটকে যাচ্ছে।’