বুধবার , ২১ সেপ্টেম্বর ২০২২ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

কাশিমপুর কারাগারে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রতিবেদক
Bayjid Sarker
সেপ্টেম্বর ২১, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ন
কাশিমপুর কারাগারে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গাজী সালাহউদ্দিন (৬০) নামে এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনি মারা যান।

গাজী সালাহউদ্দিন ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা। স্থায়ী ঠিকানা পটুয়াখালী জেলার আদালতপাড়ার নিরাল নিলয় মসজিদ মহল্লা এলাকায়।গাজী সালাউদ্দীন দুদকের একটি মামলায় তিন বছরের দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ওই কারাগারে বন্দি ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো, আমিরুল ইসলাম

জানান, রাত পৌনে ২টার দিকে কারাগারে বন্দি সালাউদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে জরুরিভাবে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৩টার দিকে গাজী সালাহউদ্দিনকে মৃত ঘোষণা করেন।ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত