মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

ফেনী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন নিয়েছেন ৬’ আওয়ামীলীগ নেতা

প্রতিবেদক
Mohammad Jouhan
সেপ্টেম্বর ৬, ২০২২ ৯:১৪ অপরাহ্ন
ফেনী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন নিয়েছেন ৬’ আওয়ামীলীগ নেতা

 

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ-

সারাদেশের ন্যায় আগাগী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেনী জেলা পরিষদ নির্বাচন।ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)।গত ২৩ অক্টোবর নির্বাচন কমিশনের(ইসি) অতিরিক্ত সচিব আশোক কুমার দেবনাথ নির্বাচনের এই ঘোষণা করে।ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষসময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাচাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর।প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।

তফসিল ঘোষণার পর থেকে জেলা পরিষদের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছেন আওয়ামী লীগে নেতারা। বিশেষ করে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন ফেনী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বর্তমান প্রশাসক খায়রুল বশর তপন, ফেনী পৌরসভার সাবেক মেয়র স্টার লাইন গ্রুপের চেয়ারম্যান হাজী আলাউদ্দিন ও জেলা আ.লীগ নেতা জালাল উদ্দিন আহমেদ সহ অন্যানরা।

মনোনয়নপত্র সংগ্রহের পর হাজী আলাউদ্দিন নিউ ফেইসবুক আইডি যা লিখেছেন তাহ হুবহু তুলে ধরলাম—
বাংলাদেশের ছোট্ট একটা টুকরো নাম ফেনী। আমি সেই ফেনীর সন্তান। বয়সের ও বুঝের ধাপে ধাপে আমি চেষ্টা করেছি ফেনীর জন্য কিছু একটা করার নিজের স্বাদ এবং সাধ্যের মধ্যে।

জীবনের একটা ধাপে এসে আমি বুঝতে পারলাম আমি অত্যন্ত সৌভাগ্যবান একজন। আমি গর্ববোধ করি যখন আমি বলি আমি একজন আওয়ামী লীগের সদস্য।
তরুন বয়সে রক্তে প্রথম তেজ দিয়েছিল জাতির পিতা প্রিয় বঙ্গবন্ধু। তার মৃত্যু আমাদের মতন তরুনদের একেবারে ভেঙ্গে ফেলেছিলো ঠিক তখনই মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রিয় নেত্রী শেখ হাসিনা হাল ধরে নিলো। তিনি বুঝিয়ে দিয়েছিলেন রাজনীতি প্রতিমুহূর্তে তোমার অনেক পরীক্ষা নিবে দিতে হবে অনেক বড় বড় ত্যাগ কিন্তু থেমে থাকা যাবে না।

মহান রাব্বুল আলামিন এর রমহত, আব্বা আম্মার দোআ, প্রিয় নেত্রীর আদর্শ এবং ফেনীবাসীদের ভালোবাসা, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মানসিক সহযোগিতায় হতে পেরেছি নগর প্রধান।

পরপর দুবার নগর প্রধান হিসেবে আমাকে বেছে নেওয়া টাই আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ছিলো। আমি চির কৃতজ্ঞ। ধন্যবাদ।

আমার এই রাজনীতি জীবনে অন্যতম একজন মানুষ আছেন। বিপদে আপদে সবসময় আমার পরিবার তাকে পাশে পেয়েছে। যখনই হাঁপিয়ে হাল ঝাড়বো ভেবেছি তখনই তিনি একজন বড় ভাইয়ের মতন পাশে এসে দাঁড়িয়েছেন। দিয়েছেন শক্তি ও সাহস । সেই মানুষ টা আর কেউ নন, ফেনী বাসীদের আইডল, আমাদের সবার প্রিয়, ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ফেনী-২ আসনের সংসদ সদস্য জনাব নিজাম উদ্দিন হাজারী এমপি ।

আজকে আসন্ন ফেনী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আমি বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করি।আমি বিশ্বাস করি বরাবরের মত এবারও ফেনী বাসীরা আমার পাশে থাকবেন আমাকে সুযোগ দিবেন তাদের জন্য আরো কিছু করার।

সর্বশেষ - ক্যাম্পাস