শনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রির অভিযোগে মালামাল জব্দ

প্রতিবেদক
Al Mahmud Apu
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৬:৩১ অপরাহ্ন

হাসনাত তুহিন, ফেনী প্রতিনিধি:

ফেনীর দাগনভূঞায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে টিসিবির পণ্য খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। অবৈধভাবে বিক্রির খবর পেয়ে অভিযান চালিয়ে টিসিবির পণ্য জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। তবে অভিযানের কথা জানতে পেরে পেয়ে পালিয়ে যান টিসিবির ডিলার।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার রাজাপুর বাজারে এ ঘটনা ঘটে।

টিসিবির ডিলার যুবলীগ নেতা নজরুল বাঙালীর বিরুদ্ধে সংখ্যালঘুদের ভূমি বিনামূল্যে দলিল তৈরি করে দখল করা এবং অসংখ্য সাধারণ মানুষকে হয়রানি করার সহ নগদ অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। নজরুল মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের নেত। সে হাইব্রিড যুবলীগ নেতা বলে দাবি করেছেন স্থানীয়রা। নজরুলের অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তার কিশোর কিলার দিয়ে তাদের হেনেস্তা করা হতো।

স্থানীয়রা জানায়, রাজাপুর ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রির ডিলারশিপ নেন নজরুল বাঙালী ট্রেডার্সের স্বত্বাধিকারী উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাঙালী। শুক্রবার সন্ধ্যায় টিসিবির পণ্য খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করার খবর পেয়ে অভিযান চালান দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শাবরীন। অভিযানে ১৬ বস্তা ডাল, ৩৩ বস্তা চাল ও ৮৩ বোতল তেল জব্দ করা হয়। এ বিষয়ে জানতে নজরুল ইসলাম বাঙালীর মোবাইল ফোনে কল করা হলে তাকে পাওয়া যায়নি।

দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শাবরীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি এবং কিছু মালামাল জব্দ করি। তবে ডিলার পালিয়ে গেছে।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নবনিতা চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে টিসিবির মালামাল জব্দ করে সরকারি গুদামে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - রাজধানী

আপনার জন্য নির্বাচিত