রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeবিনোদনবাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে হলিউডে তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হাইস্ট’

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে হলিউডে তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হাইস্ট’

একদল হ্যাকার কীভাবে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ৮১ মিলিয়ন ডলার চুরি করে এবং তাদেরই টাইপ করতে গিয়ে সামান্য ভুল হওয়ায় কীভাবে আরও অর্থ চুরি হওয়া থেকে বাংলাদেশ ব্যাংক রক্ষা পায় সেই গল্প নিয়ে হলিউডে তৈরি করা হয়েছে একটি তথ্যচিত্র। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্টের তৈরি তথ্যচিত্রটি তৈরি করেছেন ড্যানিয়েল গরডন।

‘বিলিয়ন ডলার হেইস্ট’ নামের তথ্যচিত্রটিতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও লেখক মিশা গ্লেনির সাক্ষাৎকারের মাধ্যমে তুলে ধরা হয়েছে ২০১৬ সালে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিস্তারিত।

পুরো বিশ্বের আন্তঃব্যাংক ব্যবস্থার ঝুঁকির বাস্তব চিত্র ফুটিয়ে তোলার জন্যই তৈরি করা হয়েছে তথ্যচিত্র। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাটির মাধ্যমে ধারণা দেয়া হয়েছে সাম্প্রতিক সাইবার অপরাধগুলোর ধরন সম্পর্কে।

তথ্যচিত্রে বলা হয়েছে এই সাইবার আক্রমণগুলো মানবতার জন্য মহামারি, বিধ্বংসী অস্ত্র এবং জলবায়ু পরিবর্তনের মতোই হুমকিস্বরুপ।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন