ছাত্র-জনতা অভ্যুত্থানের বিজয়কে স্মরণীয় করে রাখতে “স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ” এ ২ দিন ব্যাপি দেয়ালিকা আঁকা ও দেয়াল লিখন কর্মসূচি গ্রহণ করেছে শিক্ষার্থীরা।
নিজ বিদ্যাপীঠের দেয়ালে আন্দোলনের স্মৃতিকে মূর্ত করার লক্ষ্যে শিক্ষকদের সহায়তায় ও নিজেদের অর্থায়নে শিক্ষার্থীরা এ কর্মসূচী পরিচালনা করে।বিবর্ণ অতীত মুছে দেয়ালে দেয়ালে ‘স্বপ্নলিপি’ এঁকেছে তারা।
রবিবার সকাল ১০ টা হতে দেয়াল পরিষ্কারের মাধ্যমে এ লিখন কর্মসূচী শুরু হয়ে চলে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।শিক্ষার্থীরা দেয়ালে নতুন করে লিখেছেন দেশ সংস্কারের ও বৈষম্য বিরোধী নানা স্লোগান,অঙ্কন করেছেন বিভিন্ন শিল্পকর্মও।বিশ্ববিদ্যালয়ের আইন ও সাংবাদিকতা বিভাগের সামনে চিত্রায়িত করা হয়েছে “গণতন্ত্র ও মুক্ত সাংবাদিকতা” বিষয়ক কয়েকটি গ্রাফিতি।এছাড়াও সংস্কার করা হয় আন্দোলন চলাকালীন অঙ্কিত গ্রাফিতি গুলোকেও।
বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী গোলাম মোরশেদ সীমান্ত বলেন “আমাদের কর্মসূচি হলো ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, রক্ত ঝরিয়েছে, তাদেরকে ঘিরে, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। পাশাপাশি পুরোনো বিভিন্ন রাজনৈতিক স্লোগান মুছে দিয়ে আমরা দেয়াল রং করে শহীদদের স্মৃতি ও আন্দোলনের স্মৃতি ফুটিয়ে তুলছি।”
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের এর অপর এক শিক্ষার্থী জানান “এ দেয়ালিকাসমূহের মাধ্যমে আমরা নতুন ও বৈষম্যমুক্ত বাংলাদেশের বার্তা ছড়িয়ে দিতে চাই ক্যাম্পাসে।”
শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে শিক্ষকদেরও।অনেকে শিক্ষকই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন শিক্ষার্থীদের এ সৃজনশীল কর্মযজ্ঞ এবং জুগিয়েছেন উৎসাহ।
বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ কর্মসূচী আগামীকালও চলবে।