স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরামের নতুন কমিটি ঘোষণা হয়েছে সেখানে সভাপতির দায়িত্ব পেয়েছেন সিভিল বিভাগের আনিছুর রহমান আসিফ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একই বিভাগের জহিরুল ইসলাম শুভ।
স্টামফোর্ড আন্তবিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসব ২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরামের নতুন কমিটি ঘোষণা করেন সাহিত্য ফোরামের সাবেক সভাপতি সাইদুল ইসলাম জিসান ও সাধারণ সম্পাদক সজীব নাগ।
কমিটির সদস্যরা হলেন
কো-অর্ডিনেটর আনিছুর রহমান আসিফ, সহকারী কো-অর্ডিনেটর সাবিহা আক্তার নিশির ও আহমদ নিয়াজ হৃদম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শুভ, সহকারী সাধারণ সম্পাদক রুবাইয়াত সুলতানা, যুগ্ন সাধারণ সম্পাদক নূর এ নাযিল, পি আর সেক্রেটারি মোঃ মঞ্জুর এলাহী, মেম্বারশিপ সেক্রেটারি ইরিনা লা শাফিনা, একাডেমিক সেক্রেটারি ইমন আহমেদ তুষার, সাহিত্য বিষয়ক সম্পাদক সাকিব মৃধা, সাংগঠনিক সম্পাদক মাসিকুর রউফ মুঈদ, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক অমিত চন্দ্র শান্ত, এলামনাই রিলেশন সেক্রেটারি জান্নাত খান অন্ত, অর্থ বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম শান্ত, সোশাল মিডিয়া সেক্রেটারি সৈয়দা সিরাজুম মুনিরা, প্রকাশনা সম্পাদক আফলাতুল কাউসার, লাইব্রেরি বিষয়ক সম্পাদক শৈলী মনি, দপ্তর সম্পাদক ফাতেমা আক্তার রূপা, কার্যকরী সদস্য মোঃ শিহাব।
এ বিষয়ে সভাপতি আসিফ বলেন, বিগত দিন থেকেই স্টামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম বরাবরই সাহিত্য সকল বিভাগ নিয়ে সুনামের সাথে কাজ আসছে।প্রতিবছর আন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসবে নতুন কমিটি ঘোষণা করা হয়। কো-অর্ডিনেটর হিসেবে আমি চেষ্টা করবো কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের সাথে নিয়ে আগামীদিনে সাহিত্য ফোরামের সাফল্যর ধারা বজায় ও সুনাম অক্ষুণ্ণ রাখতে।