রংপুর ২ (বদরগঞ্জ -তারাগঞ্জ) আসনে কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটুর নির্বাচনী কর্মী ছেনার আলীর ওপর হামলা ও হুমকির অভিযোগ উঠেছে তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ হারুন অর রশীদ বাবুলের বিরুদ্ধে।
শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তারাগঞ্জ উপজেলার হাড়িয়া কুঠি ইউনিয়নের উজিয়াল দিঘীরপাড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এঘটনায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোবাশ্বের হাসানকে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছেনার আলী।
হামলার স্বীকার ছেনার আলী বলেন, শনিবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে হাড়িয়াকুঠি ইউনিয়নের ডাঙ্গিরহাটে ট্রাক মার্কার অফিসে যাওয়ার পথে উজিয়াল দিঘীরপাড় এলাকায় ঔষুধী বাসক চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠানে ইউনিয়ন চেয়ারম্যান কুমারেশ রায় সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে দেখে দাঁড়াই। ঘটনাস্থলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বাবুল মতো মোটরসাইকেল যোগে এসে আমাকে দেখে ঘটনাস্থলে দাঁড়ায়। এসময় তিনি আমাকে দেখে তার সঙ্গে থাকা আরেক নৌকার কর্মী রেজাউল সহ ট্রাক মার্কার কর্মী হয়েছিস বলে অকথ্য ভাষায় গালাগালি করা শুরু করে।এক পর্যায়ে হারুন অর রশীদ বাবুল আমাকে কয়েকটি চড়,থাপ্পড় মারে এবং রেজাউল কলার ধরে মারতে থাকে। এবং বাবুল হুমকি দেয় ট্রাক মার্কার নির্বাচন করলে আমাকে গুম,খুন করবে যে কোনো সময়। আমার এর বিচার চাই।তাই জেলা প্রশাসক সহ নির্বাচন অনুসন্ধানী কমিটি,ডিআইজি, জেলা পুলিশ সুপার ও থানায় লিখিত অভিযোগ করলাম। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
হাড়িয়াকুঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুমারেশ রায় ঘটনার নিশ্চিত করে বলেন, গাছ কাটা কর্মসূচির স্থানের ৫০ গজ দূরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছেনার আলী হামলার স্বীকার হয়ে তাৎক্ষণিক আমাকে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে মৌখিক অভিযোগ দেয়।
রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের হাসান বলেন,তারাগঞ্জের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।