বৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

এই শহর বদলে গেছে

প্রতিবেদক
Al Mahmud Apu
নভেম্বর ৩০, ২০২৩ ৭:১৭ অপরাহ্ন

সংকীর্ণ পথের কোথাও প্রিয়তমাকে খুঁজে পাইনি
অথচ তার স্পর্শ পেলে
আমি দিব্যি বদলে যেতাম।
একদিন ইট সুরকির দেয়াল থেকে
এক আহত কবির একটি ধ্বংসপ্রাপ্ত
ডায়েরি কুড়িয়ে পেয়েছিলাম।
সেখানে প্রথম পৃষ্ঠায় লেখা ছিল—
কবিতা শোনা শেষ হলে
সে আমাকে ছেড়ে চলে যেতে চাইলে
আমি তাকে বলে দিই,
আমি যে আপনার প্রেমে পড়েছি।
তবুও সে আমাকে ছেড়ে চলে যায়
আচ্ছা প্রেমে কি কেউ ইচ্ছে করে পড়ে?
প্রেমে তো কেউ ইচ্ছে করে পড়ে না,
প্রেম তো ঘটে যায়।
এই শহর বদলে গেছে
এখানে অদ্ভুত লোককে কেউ ভালোবাসতে চায় না,
কেউই চায় না পাগলের সঙ্গী হতে।

 এই শহর বদলে গেছে | সুহাস

সর্বশেষ - সারা বাংলা