শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeসাহিত্য পাতাবিশিষ্ট লেখক গীতা মেহতার জীবনাবসান

বিশিষ্ট লেখক গীতা মেহতার জীবনাবসান

বিশিষ্ট লেখক এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েকের বড় বোন গীতা মেহতা (৮০) মারা গেছেন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে শনিবার (১৬ সেপ্টেম্বর) দিল্লির নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সাহিত্য জগৎ ছাড়াও ও ফিল্ম মেকার হিসাবেও তার জনপ্রিয়তা রয়েছে। গীতা মেহতা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।

গীতা মেহতার জন্ম হয়েছিল দিল্লিতে। ১৯৪৩ সালে বিজু পাটনায়েক ও জ্ঞান পাটনায়েকের কোল আলো করে দিল্লিতে জন্ম হয়েছিল তার।

ভারতের পড়াশোনা শেষ করে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন গীতা মেহতা। তার লেখা একাধিক গ্রন্থ ব্যাপকভাবে সমাদৃত। ‘কর্ম কোলা’, ‘স্নেক’, ‘ল্যাডার’, ‘দ্য ইটারনাল গণেশা’- এমন বহু ধরনের বই তিনি লিখেছেন। যা পাঠক সমাজতে সমাদৃত হয়।

উল্লেখ্য, গীতা মেহতার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক শোক বার্তায় মোদি লেখেন, তিনি একজন বহুমুখী ব্যক্তিত্ব ছিলেন, তার বুদ্ধিমত্তা এবং লেখালেখির পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের প্রতি আগ্রহের জন্য পরিচিত। আমি এই শোকের মুহূর্তে তার পরিবারের সঙ্গে আছি।

সূত্র : এনডিটিভি

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

Al Mahmud Apu
Al Mahmud Apu
Traine Sub-Editor, Sangbad Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন