শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeখেলাধুলাভিন্ন লক্ষ্য নিয়ে লড়াইয়ে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড

ভিন্ন লক্ষ্য নিয়ে লড়াইয়ে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: গ্রুপ পর্বে দুই দলেরই শেষ ম্যাচ। এই ম্যাচে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের লক্ষ্যও ভিন্ন। কিউইরা লড়বে বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার জন্য, শ্রীলঙ্কা লড়বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার দৌড়ে টিকে থাকতে। যারা হারবে তাদের বড় বিপদেই পড়তে হবে।

এমন কঠিন লড়াইয়ে নামার আগে চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপে ১১ বারের দেখায় জয়ের দিক থেকে এগিয়ে শ্রীলঙ্কা। লঙ্কানদের ৬ জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের জয় ৫ ম্যাচে।

টস জিতে কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন বইলেছেন, ‘আমরা প্রথমে বোলিং করব। আবহাওয়ার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। আমরা কয়েকটি ম্যাচে জিতেছি এবং কয়েকটিতে হেরেছি। আজ সেরাটা দিতে মুখিয়ে আছে সবাই।’

টস হেরে লঙ্কান অধিনায়ক কুসল মেন্ডিস বলেন, ‘আমরাও আগে বোলিং করতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা প্রথমে ব্যাট করছি। আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য।’

শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, কুসল পেরেরা, কুসল মেন্ডিস (উইকেট রক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, মহেশ থেকশানা, দুশমন্থা চামেরা, দিলশান মাদুহানকা।

নিউজিল্যান্ড: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টম ল্যাথাম (উইকেট রক্ষক), টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

Al Mahmud Apu
Al Mahmud Apu
Traine Sub-Editor, Sangbad Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন