চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন প্রযুক্তিসম্মত রাবার ড্যাম প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এস. এম. শহিদুল ইসলাম। আজ শুক্রবার সকাল ১১টায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর রেহাইচর এলাকার ৫’শ মিটার ভাটিতে রাবার ড্যাম প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) মুহাম্মদ আমিরুল ইসলাম ভুঞা, প্রধান প্রকৌশলী (উত্তর-পশ্চিম) মো. জহিরুল ইসলাম, স্থানীয় পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান প্রমুখ।
পরে সংসদ সদস্য আব্দুল ওদুদ ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি দল নারায়ণপুর ইউনিয়নের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।
প্রসঙ্গত, ২৬৪ কোটি টাকা ব্যয়ে ৩৫৩ মিটার দীর্ঘ রাবার ড্যামটির নির্মাণ কাজ সম্পন্ন হলে শুষ্ক মৌসুমে মহানন্দায় পানি ধরে রেখে বরেন্দ্র অঞ্চলে অধিকতর সেচ সুবিধা নিশ্চিত করা যাবে।