সংবাদ পোস্ট ডেস্ক: ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা, গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মীকে ধরপাকড়ের জেরে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে বিএনপি। হরতালের সমর্থনে রোববার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর শান্তিনগর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল চলছে। সরকারের পতনের দাবিতে আজ দেশের জনগণ জেগে উঠেছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। মিছিলে উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, অর্থবিষয়ক সহ-সম্পাদক মাহমুদুর রহমান সুমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া এদিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল করছে জামায়াতে ইসলামী। শনিবার সংগঠনটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃতিতে এ ঘোষণা দেন। তিনি জানান, নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।