রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeসারা বাংলাআমার সড়ক, আমার দায়িত্ব; নামে সচেতনতা কর্মসূচি পালন

আমার সড়ক, আমার দায়িত্ব; নামে সচেতনতা কর্মসূচি পালন

শাহরীন ইসলাম মাহিন, ফরিদপুর

প্রতি বছর প্রায় ৮ হাজার মানুষের মৃত্যু ও ৮০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেন দিন দিন এর সংখ্যা আরো বাড়ছে।

২২ শে অক্টোবর প্রতি বছর বিশ্ব সড়ক নিরাপত্তা দিবস পালিত হয় সেই বিষয়টিকে মাথায় রেখে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ প্রতি বছর এই ইভেন্ট এর আয়োজন করে আসছে। এই প্রথম ফরিদপুর জেলাতে আয়োজিত হলো “আমার সড়ক, আমার দ্বায়িত্ব” ইভেন্টটি। বিভাগীয় শহর গুলোতে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ এই ইভেন্ট গুলো করে আসলেও ফরিদপুর এ এই প্রথম এই পদক্ষেপটি নেওয়া হয়।

বাংলাদেশ পুলিশ, ফরিদপুর জেলা ও স্থানীয় একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় টাইমস ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় এই ধরনের ব্যাতিক্রম আয়োজন করা হয় ফরিদপুরে।

ভিবিডি ফরিদপুর এর পরিকল্পনা মত ফরিদপুর এর সবচেয়ে ব্যস্ততম দুইটি জায়গা নির্বাচন করে সেখানে তাদের কিছু সেচ্ছাসেবী দুই ভাগ এ ভাগ হয়ে দুই স্থানে এর সচেতনতা কমর্সুচী পলন করে।

তাদের প্রথম স্থানটি জনতা ব্যাংক এর মোড়’ এবং ‘ দ্বিতীয় হলো ভাঙ্গা রাস্তার মোড়’ একেক স্থান তাদের ১৩ জন করে ভলেন্টিয়ার এ ভাগ হয়ে যায়। এরপর তারা সেখানে লিফলেট বিতরণ করেন এবং সচেতনতা মূলক কথা গুলো চালক দের বলে সতর্ক করার চেষ্টা করি। যারা ট্রাফিক আইন মেনে চলে তাদের জন্য তারা একটি ব্যাজ বরাদ্দ রাখি যা দিয়ে তাদের কে একজন সচেতন নাগরিক হিসেবে চিহ্নিত করি প্রশংসা সরুপ। এখানে আরো একটি কার্যক্রম ছিল নিজেদের বানানো পোস্টার হাত এ নিয়ে দাড়িয়ে চালক দের দৃষ্টি আকর্ষণ করা।

এসময় উপস্থিত ছিলেন ভিবিডি ফরিদপুর জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, কমিটি মেম্বার সহ আরো সেচ্ছাসেবী।

তারা বলেন, আমরাদের লক্ষে আমরা সফল ও হয়েছি উৎসুক জনতারা আগ্রহের সঙ্গে তা লক্ষ্য করেছেন। এই সকল কাজে আমাদের ট্রাফিক পুলিশেরা অনেক বড় ভূমিকা রাখেন। তাদের মাধ্যমে আমরা সফল ভাবে আমাদের এই ইভেন্ট শেষ করি।

সামনেও মানুষের বিভিন্ন সমস্যায় ও সচেতনতা ভলেন্টিয়ার ফর বাংলাদেশ ফরিদপুর জেলা শাখা কাজ করে যাবে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

Abdullah Al Niat
Abdullah Al Niat
স্বপ্ন আকাশ ছোয়া� গন্তব্য বহুদূর � বর্তমানে সাংবাদিক চর্চায় ব্রত �

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন