শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeখেলাধুলাবাতিলের খাতা থেকে তারকা হয়ে ওঠার গল্প বললেন শান্ত

বাতিলের খাতা থেকে তারকা হয়ে ওঠার গল্প বললেন শান্ত

গত বিপিএলের আগের কথা, বাংলাদেশ ক্রিকেটে নাজমুল হোসেন শান্ত যেন ছিলেন টপ অর্ডারের এক বিভীষিকার নাম। তার অফফর্মের জন্য শুনতে হয়েছে কত সমালোচনা! সমর্থকরা তার এই ফর্মহীনতার জন্য ‘লর্ড’ উপাধি দিয়ে বিদ্রুপ করতেও পিছপা হননি। তবে শান্তর দিন বদলেছে। এখন বাংলাদেশের টপ অর্ডারের অন্যতম নির্ভরতার নাম শান্ত।

শান্তর দিন বদলাতে শুরু করেছে গেল আসরের বিপিএল থেকেই। সমালোচকদের সব সমালোচনার জবাব তিনি দিয়েছেন নিজের ব্যাট দিয়েই। গেল বিপিএল দিয়ে শুধু তিনি ফর্মেই ফেরেননি, বরং হয়েছেন টুর্নামেন্ট সেরা! এটি যেন ছিল সমালোচকদের মুখে মোক্ষম চপেটাঘাত!

দিনের পর দিন খারাপ পারফম্যান্সের পরেও নির্বাচক প্যানেল শান্ততে যে আস্থা রেখেছিলেন, সেটির পরিপূর্ণ প্রতিদান দিতে শুরু করেছেন ২০২৩ সালে এসেই! বিপিএল এরপর আন্তর্জাতিক ক্রিকেটে শান্তর পারফরম্যান্স চোখে পড়ার মতো। এ বছর এখন পর্যন্ত ওয়ানডেতে ৯ ম্যাচ খেলে করেছেন ৪৮৯ রান! ২০২২ সালে যেখানে ব্যাটিং স্ট্রাইকরেট ছিল মাত্র ৬২.৫৬, সেখানে এ বছর তার স্ট্রাইকরেট ৮৬.৯২!

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

Al Mahmud Apu
Al Mahmud Apu
Traine Sub-Editor, Sangbad Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন