শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeলাইফস্টাইলযেসব দম্পতি যত বেশি ছবি পোস্ট করেন তারা তত বেশি অসুখী: গবেষণা

যেসব দম্পতি যত বেশি ছবি পোস্ট করেন তারা তত বেশি অসুখী: গবেষণা

সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা এখন অনেক। সারা বিশ্বের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তার এই যুগে এখন নিজেদের প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছেন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে। কোথাও খেতে গেলে, কেনাকাটা করতে গেলে ও ঘুরতে গেলে সেই জায়গাটা ভালো করে ঘুরে দেখার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকেন। বর্তমানে কিছু কিছু মানুষের দিনের শুরুটাই হয় সামাজিক যোগাযোগ মাধমে পোস্ট করার মধ্য দিয়ে।

আবার অনেকেই আছেন যারা দাম্পত্য জীবনের নানা ছোটখাটো প্রতিটা মুহূর্ত ভাগ করে নেন এই মাধ্যমে। আপনিও যদি তাদের মধ্যেই পড়ে থাকেন তাহলে একটু সাবধান হওয়া প্রয়োজন। কারণ, সাম্প্রতিক এক গবেষণা বলছে, যেসব দম্পতি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেদের যত দূরে রেখেছেন, তারা ততবেশি সুখি। গবেষণায় বলা হয়েছে, যেসব দম্পতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি বেশি পোস্ট করেন, তারা তুলনামূলক বেশি অসুখী।

‘শটকিট’ নামের এক ফোটোগ্রাফি সংস্থার দ্বারা পরিচালিত এই গবেষণায় ১৮ থেকে ৫০ বছর বয়সী ২ হাজার দম্পতি অংশ নেন। দম্পতিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কতটা সময় কাটান, কত ছবি পোস্ট করেন সেই সব বিষয় নিয়েই মূলত সমীক্ষা করা হয়। এর পাশাপাশি দম্পতিরা একে অপরের সঙ্গে কতটা সময় কাটান, একে অপরকে কতটা বিশ্বাস করেন, তারা একে অপরের কত ঘনিষ্ঠ সেই নিয়ে নানা রকম প্রশ্ন করা হয়েছিল।

গবেষণায় দেখা গেছে, যেসব দম্পতিরা সপ্তাহে তিন বা তার বেশি সঙ্গীর সঙ্গে তোলা সেলফি অনলাইনে পোস্ট করেন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকা দম্পতিদের তুলনায় ১২৮% বেশি অসুখী। গবেষণায় অংশ নেওয়া মোট ৫২% দম্পতি সপ্তাহে অন্তত তিন বার সঙ্গীর সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। ২৪% মাঝেমধ্যে কোনো বিশেষ অনুষ্ঠান উপলক্ষে সঙ্গীর সঙ্গে তোলা ছবি পোস্ট করেন, আর ৮% দম্পতি নিজেদের সম্পর্ক গোপনে রাখতেই পছন্দ করেন, সমাজ মাধ্যমে কোনো রকম ছবি পোস্ট করেন না।

 

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

Abdullah Al Niat
Abdullah Al Niat
স্বপ্ন আকাশ ছোয়া� গন্তব্য বহুদূর � বর্তমানে সাংবাদিক চর্চায় ব্রত �

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন