কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর এলাকায় মঙ্গলবার (২২ আগস্ট) হেরোইন তৈরির কারখানার সন্ধান পেয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় হেরোইন ও হেরোইন তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি ছয় জনকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা মঙ্গলবার ঘাটারচর লেক সিটি ও সুজন আবাসিক হাউজিং এ টানা পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে একটি হেরোইন তৈরির কারখানার সন্ধান পান। এসময় হেরোইন তৈরির মেশিনপত্র ও বিভিন্ন কাঁচামালসহ ছয় জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে প্রায় দুই কোটি ১০ লাখ টাকা মূল্যের দুই কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটকরা হলেন হেলাল, বিপ্লব, বিল্লাল, শরিফুল ইসলাম, মোহাম্মদ আলী ও হাবিবুর রহমান রানা।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক আরিফ হোসেন পালিয়েছে। তাকে ধরতে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা পুলিশের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, বিভিন্ন রাসায়নিকদ্রব্য দিয়ে তারা হেরোইন তৈরি করতো। বাজারজাত করার জন্য অভিনব কায়দা অবলম্বন করতো। তাদের উৎপাদিত মাদক বিভিন্ন গুঁড়া মসলার মতো মোড়কজাত করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।