শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeসারা বাংলাগরুর পেট থেকে বের হলো ৩০ কেজি পলিথিন ব্যাগ

গরুর পেট থেকে বের হলো ৩০ কেজি পলিথিন ব্যাগ

ভারতের ওড়িশার বেরহামপুরের একটি সরকারি পশুচিকিৎসা হাসপাতালের চিকিৎসকরা একটি গরুর পেট থেকে প্রায় ৩০ কেজি ওজনের পলিথিনের ব্যাগ অপসারণ করেছেন।

এনডিটিভি জানিয়েছে, গঞ্জামের মুখ্য জেলা ভেটেরিনারি অফিসার মনোজ কুমার জানান, বুধবার ১০ বছর বয়সী গরুর পেট থেকে দীর্ঘ চার ঘণ্টা অপারেশনের পর হজম না হওয়া পলিথিন ব্যাগগুলো অপসারণ করা হয়।

তিনি বলেন, গরুটির পেট পলিথিনে ভরা ছিল যার প্রভাব দেহের অন্য অঙ্গগুলোতে পরছিল। আরও কিছুদিন এভাবে থাকলে প্রাণীটি মারা যেত।

গরুটির অবস্থা এখন স্থিতিশীল এবং আগামী এক সপ্তাহ প্রাণীটিকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন