শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিসংবাদ ও নিবন্ধ লিখবে গুগলের এআই ‘জেনেসিস’

সংবাদ ও নিবন্ধ লিখবে গুগলের এআই ‘জেনেসিস’

সম্পূর্ণ নতুন ধরণের প্রযুক্তি সেবা নিয়ে আসছে টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি এই সেবার নাম ‘জেনেসিস’, যা সংবাদ ও নিবন্ধ স্বয়ংক্রিয়ভাবে লিখতে সক্ষম।

গুগল জানিয়েছে, স্বয়ংক্রিয়ভাবে সংবাদ ও নিবন্ধ লিখবে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সেবা ‘জেনেসিস’। জেনেসিস এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে।

স্বয়ংক্রিয়ভাবে সংবাদ লেখা ছাড়াও সাংবাদিকদের আনুষঙ্গিক নানা কাজে সাহায্য করবে ‘জেনেসিস’। সংবাদের আকর্ষণীয় শিরোনাম লিখতেও এটি সহায়তা করবে।

তবে তথ্য যাচাইয়ের মতো সেবাগুলো ‘জেনেসিস’দেবে না। সংবাদের বিষয়বস্তু উল্লেখ করামাত্রই স্বয়ংক্রিয়ভাবে লেখা শুরু করে দেবে সেবাটি।

প্রাথমিকভাবে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নালের সাথে সেবাটি নিয়ে আলোচনা চালাচ্ছে গুগল।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন