শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিএবার কোয়ালিটি সম্পন্ন ভিডিও পাঠাতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

এবার কোয়ালিটি সম্পন্ন ভিডিও পাঠাতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

ব্যবহারকারীদের সুবিদার্থে আরও দারুণ ফিচার চালু করতে যাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ’। এবার ব্যবহারকারীরা এইচডি কোয়ালিটি ছবির মতো এইচডি ভিডিও পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে।

হোয়াটসঅ্যাপে সাধারণত কোনো ভিডিও পাঠাতে গেলে তার কোয়ালিটি বা গুণমান একটু খারাপ হয়ে যায়। কিন্তু এই ফিচার চালু হলে এইচডি ছবির মতোই ঝকঝকে কোয়ালিটির ভিডিও-ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।

আপডেট হওয়া হোয়াটসঅ্যাপের ভার্সনে ছবির মতোই ভিডিওর জন্য থাকবে একটি এইচডি বাটন। অ্যাপের ড্রয়িং এডিটরে থাকবে এই এইচডি বাটন। অর্থাৎ ব্যবহারকারীরা কোনো ভিডিও পাঠানোর আগে স্ট্যান্ডার্ড এবং এইচডি এই দুই কোয়ালিটির মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ পাবেন।

নতুন ফিচারের সুবিধা হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা ভার্সান ২.২৩.১৪.১০-এর মাধ্যমে পাওয়া যাবে। আপাতত এই নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বর্তমানে বিটা পর্যায়ে রয়েছে হোয়াটসঅ্যাপের এই ফিচার।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন