রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeখেলাধুলাবিপিএলের পরবর্তী আসর শুরু কবে, যা জানা গেল

বিপিএলের পরবর্তী আসর শুরু কবে, যা জানা গেল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর শেষ হয়েছিল এ বছরের ফেব্রুয়ারিতে।

জানা গেছে, জাতীয় নির্বাচনের জন্য আগামী বিপিএল আসর শুরুর সময় নিয়ে দোটানায় বিসিবি। আগামী বছরের জানুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা। তবে নির্বাচনের জন্য খুব বেশি পেছাবে না বিপিএল।

আজ শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক ও বিপিএল গভার্নিং বোর্ডের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তিনি বিপিএল শুরুর বিষয় এবং প্লেয়ার্স ড্রাফট নিয়ে কথা বলেছেন।

মল্লিক বলেন, ‘জাতীয় নির্বাচনের সময় এখনো নির্ধারিত হয়নি। আমাদের বিপিএলটা কবে হতে পারে এ নিয়ে বোর্ড মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছে। যাতে জাতীয় নির্বাচনের পরপরই বিপিএলটা শুরু করতে পারি। জাতীয় নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে বলে শোনা যাচ্ছে মিডিয়ায়।’

‘সেক্ষেত্রে হয়তো জানুয়ারির ১০ তারিখ বা উপযুক্ত দিন দেখে শুরু করবো। আমাদের যে করেই হোক ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। কারণ, এর মধ্যে শ্রীলঙ্কা সিরিজ আছে। আর প্লেয়ার্স ড্রাফটটা আমরা চেষ্টা করবো চলতি বছরের সেপ্টেম্বরের তৃতীয় বা শেষ সপ্তাহে শেষ করতে।’

বিপিএল নভেম্বরে বা ডিসেম্বরে হলে ভালো হতো দাবি করে মল্লিক বলেন, ‘বিসিবি ফ্র্যাঞ্চাইজি দলগুলোর সঙ্গে যোগাযোগ রেখেছে। গতবারের দলগুলোকে আমরা সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট করার কথা জানিয়ে দিয়েছি। আমরা খেলা শুরু করতে চাই জানুয়ারি থেকে। যদি নির্বাচন তার আগে হয়, তাহলে তখনই করবো। ভালো হতো নভেম্বর-ডিসেম্বর দেওয়া, কিন্তু তখন জাতীয় দলের খেলা আছে।’

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন