রবিবার , ১৮ জুন ২০২৩ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে হাবিপ্রবি’তে সংঘর্ষ, আহত ৩০

প্রতিবেদক
Niat
জুন ১৮, ২০২৩ ৬:৪৩ অপরাহ্ন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আসলেও এখনো উতপ্ত অবস্থায় রয়েছে ক্যাম্পাস। যে কোনো মুহুর্তে আবারও সংঘর্ষের আশংকা রয়েছে। একারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে।

গতকাল শনিবার (১৭ জুন) রাত ৮টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, একটি অনুষ্ঠানে সিটে বসা নিয়ে শনিবার বিকেলে এক ছাত্রের ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা আকাশ, রিয়াদ ও সজলের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আকাশকে ক্যাম্পাস থেকে বের করে দেয় তারা। তারপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাসের আবাসিক হলগুলো।

একপর্যায়ে রাত সাড়ে ৮টার পর হলের ছাত্ররা দুই গ্রুপে ভাগ হয়ে যায়। আকাশের সমর্থকরা ক্যাম্পাসে ঢুকলে সংঘর্ষ বেধে যায়। রাত সাড়ে ১১টা পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ হয়। এতে দুইপক্ষের প্রায় ৩০ জন আহত হন। সংঘর্ষের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জিয়া হলেও ভাঙচুর চালায়।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সংঘর্ষে আহতদের ভর্তি করা হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনাও হয়েছে।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুন জানান, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ঘটনা যাতে বাইরে ছড়িয়ে না যায়, সে বিষয়টি দেখছে পুলিশ-প্রশাসন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালকসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সর্বশেষ - ক্যাম্পাস