রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪
spot_img
Homeসারা বাংলাসাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ- বাংলা নিউজের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ সংবাদদাতা রাব্বানী নাদিম বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিহতের প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫জুন) বিকাল সাড়ে ৫ টায় ফেনী ট্রাংক রোডের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি মো: শাহজালাল ভূঞাঁর সঞ্চালনায় প্রবীণ সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সভাপতি ডিবিসি টিভির প্রতিনিধি মোহাম্মদ আবু তাহের ভূঞাঁ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, আরটিভির জেলা প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক ফেনী সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিদি আরিফুল আমিন রিজভী, চ্যানেল আইয়ের ফেনী জেলা প্রতিনিধি রবিউল হর রবি, সাপ্তাহিক স্বদেশ পত্রের প্রতিনিধি এন এন জীবন, নিউজ টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি নজির আহম্মদ রতন,সময় টিভির রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টিভির রিপোর্টার আরিফুর রহমান, দীপ্ত টিভির রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হাযদার মানিক, দৈনিক মানবজমিনের প্রতিনিধি নাজমুল হক শামীম, বাংলানিউজের নিজস্ব প্রতিবেদক সোলায়মান হাজারী ডালিম, সাপ্তাহিক উদয়ের সম্পাদক সাইদ খান, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এস এম ইউ আলী,দৈনিক জবাবদিহির জেলা প্রতিনিধি হাসনাত তুহিন প্রমূখ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী হত্যার বিচার অতি দ্রুত করতে হবে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোন ভাবেই মেনে নেয়া যায় না। অতি দ্রুত হত্যার বিচার ও তদন্ত না হলে আরো কঠোর ও কঠিন আন্দোলনের ঘোষণা দিয়েছে ফেনীর কর্মরত সাংবাদিকরা।

পর্যালোচনা সংক্ষিপ্ত বিবরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আরও পড়ুন