বৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩ | ৬ অগ্রহায়ণ ১৪৩১
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. নারীমঞ্চ
  7. ফেসবুক থেকে
  8. বিএনপি
  9. বিচিত্র
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিনোদন
  12. মতামত
  13. মুক্ত মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি

ঢাকা-১৭ উপনির্বাচন; মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

প্রতিবেদক
Hasan al Sakib Sakib
জুন ১৫, ২০২৩ ৯:৩৯ পূর্বাহ্ন

গত ১৫ মে মৃত্যুবরণ করেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক)। এরপর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। এই আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ বৃহস্পতিবার (১৫ জুন)। আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র অনলাইনে জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল বুধবার (১৪ জুন) ঢাকা-১৭ আসনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন বলেন, এ পর্যন্ত তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। আজ আওয়ামী লীগ মনোনীত অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত মনোনয়ন জমা দেবেন বলে জানা গেছে।

তফসিল অনুযায়ী, উপ-নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ১৮ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সেই সময় ধরে পরবর্তী পাঁচ বছর মেয়াদ ধরলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ আসনটিতে যিনি নির্বাচিত হবেন, তিনি ছয় মাসের মতো সময়ের জন্য সংসদ সদস্য হবেন।

 

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত